মাইক্রোসফট এর সারফেইস প্রো ৮ এবং সারফেইস ল্যাপটপ ৪ এর ছবি ফাঁস করা হয়েছে।

Surface Laptop 4 and Surface Pro 8.
cozyplanes (Twitter)


Editor:Reading Screen 

 টুইটার ব্যবহারকারী cozyplanes মাইক্রোসফট এর পরবর্তী সারফেইস প্রো ৮ ট্যাবলেট এবং আসন্ন সারফেইস ল্যাপটপ ৪ এর ছবি অনলাইনে ফাঁস করেছে।
ডিভাইসগুলি সম্ভবত পরবর্তী বছরের শুরুর দিকে বাজারে আসতে পারে। ডিভাইস দুইটির নকশায় বড় কোন পরিবর্তন হবে না বলে মনে করা হচ্ছে।
windows central reports অনুযায়ী সারফেইস প্রো ৮ এবং সারফেইস ল্যাপটপ ৪ সম্ভবত ২০২১ সালের জানুয়ারীর মাঝামাঝিতে বাজারে আসতে পারে। এই দুটি ডিভাইস এ থাকবে 11th জেনারেশন ইন্টেল প্রসেসর এবং সঙ্গে থাকবে ইন্টেল আইরিস এক্স ই গ্রাফিক্স।
অনেকের মুখে শোনা যাচ্ছে সারফেইস ল্যাপটপ ৪ এ  এএমডি প্রসেসর অপশন ও যুক্ত থাকবে। যার কাস্টম মাইক্রোসফট চিপ হবে সম্ভবত এএমডি রাইজেন ৪০০০ সিরিজের উপর ভিত্তি করে তৈরি।

Comments